ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি হাসপাতাল ও রচডেল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মধ্যে...

ডিভাইন মার্সি হাসপাতাল ও রচডেল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0
153

ডিসিনিউজ।। ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ, ও রচডেল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৯ এপ্রিল, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। রচডেল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রানা দাস ও সেক্রেটারি আশিস বিশ^াস। এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ডিভাইন মার্সি হাসপাতাল লি:, বিভিন্ন সমবায় সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠানে সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে এবং এরই অংশ হিসেবে রচডেল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির সদস্যগণ হাসপাতালে স্বল্প মূল্যে সেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে।

ঢাকা ক্রেডিট গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় মঠবাড়িতে সমিতির নিজস্ব জমিতে ৩০০ শয্যার ডিভাইন মার্সি হাসপাতাল নির্মাণ করে যা দেশের সমবায়ের ইতিহাসে প্রথম হাসপাতাল।