ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা খেলাধুলা বাংলাদেশ ছয়ে, সাকিব সেরা অলরাউন্ডার : আইসিসির র‌্যাঙ্ককিং

বাংলাদেশ ছয়ে, সাকিব সেরা অলরাউন্ডার : আইসিসির র‌্যাঙ্ককিং

0
712
গতকাল ত্রিদেশী ক্রিকেটে নিউ জিল্যান্ডকে হারানোর পরই বাংলাদেশ দলের র‌্যাঙ্ককিং বেড়ে উঠে এসেছে সেরা ছয়ে। এটাই বাংলাদেশ দলের প্রথমবারের মতো ছয়ে অবস্থান নেওয়া।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ।

নিউ জিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে।

২০১৪ সালের শেষভাগে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব পাওয়ার পর থেকেই চলছে বাংলাদেশের এগিয়ে চলা। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে শুরু। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ খেলে কোয়ার্টার-ফাইনালে। বিশ্বকাপের পর দেশের মাটিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এগিয়ে চলার এই ধারাতেই ধরা দিল নতুন সাফল্য। বিদেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পুরস্কার র‌্যাঙ্কিংয়ে উন্নতি।

শুধু ছয়ে ওঠাই নয়, রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারাও বাংলাদেশের বড় প্রাপ্তি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

আইসিসির সেরা তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত, চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং পঞ্চম অবস্থানে ইংল্যান্ড।

এদিকে, আইসিসির নতুন র‌্যাঙ্ককিং এ এই মুহূর্তে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হিসেবে উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৩১ পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে, ৩৬৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে আর ৩৫৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব। ব্যাটিং এ সেরা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং বোলিং এ ভারতের রবীন্দ্র জাদেজা।

টি-টোয়েন্টিতে ব্যাটিং এ সেরা ভারতের ভিরাট কোহলি আর বোলিং এ সাউথ আফ্রিকার ইমরান তাহির। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং এ অবশ্য শীর্ষে থাকা দুজনই সাউথ আফ্রিকার।

এছাড়া ব্যাটিং এ শীর্ষে এবিডি ভিলিয়ার্স আর বোলিং এ ইমরান তাহির।

আরবি/আরপি/২৫ মে, ২০১৭