ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৮ মে ২০২৪
বাংলা : ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সেবা কাল: ১-২৬ জুন, ২০২১ সংক্রান্ত পুন:বিজ্ঞপ্তি

সেবা কাল: ১-২৬ জুন, ২০২১ সংক্রান্ত পুন:বিজ্ঞপ্তি

0
632

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর পক্ষ থেকে ১-২৬ জুন, ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত “সেবা কাল-২০২১” ঘোষণা করা হয়েছে। বৈশি^ক করোনা মহামারীর কারণে অনেক সদস্য কর্মহীন ও উপার্জনহীন হয়ে পড়েছেন। ফলে অনেক সদস্যই ঋণ খেলাপি হয়ে পড়েছেন। তাই সদস্যরা যেন এই সংকটময় অবস্থা থেকে বের হতে পারে তার কথা বিবেচনা করে যাঁরা খেলাপি ঋণ পরিশোধ করবেন, তাঁদের নিম্নলিখিত সুবিধা প্রদান করা হবে। আপনিও এই সুবিধা গ্রহণ করে ঋণ খেলাপি মুক্ত হোন। জামিনদারগণ আপনার ঋণ খেলাপিদের সাথে যোগাযোগ করে নিজে জামিন মুক্ত হোন।

খেলাপি সদস্যদের জন্য সুবিধাসমূহ:

১.   খেলাপি ঋণ এককালীন পরিশোধে ১০০% জরিমানা মওকুফ করা হবে।

২.   মেয়াদোত্তীর্ণ খেলাপি ঋণের টাকা এককালীন পরিশোধ করলে ১০০% ঋণের জরিমানা ও সুদের সর্বোচ্চ ২০% মওকুফ করা হবে।

৩. করোনা চলাকালীন সময়ে (মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দ হতে) যারা কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন তারা একটি কিস্তি পরিশোধ করলে তাদের ১০০% জরিমানা মওকুফ করা হবে।

৪.  কার্ড সিস্টেমের ঋণ পরিশোধের সুবিধা গ্রহণকারীগণ ফ্রিজ করা বকেয়া সুদ ও জরিমানা এককালীন পরিশোধ করলে তার গৃহিত ঋণটি রিসিডিউল করা হবে এবং জামিনদারগণ সুবিধা পাবেন।

৫.  ১২ মাস বা তদুর্ধ্ব খেলাপি ঋণের ৩ মাসের কিস্তি ও সমুদয় সুদ পরিশোধ করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে।

৬.  খেলাপি ঋণ পুনঃতফশীল করলে ৫০% জরিমানা মওকুফ করা হবে যা শেষ কিস্তিতে সমন্বয় করা হবে।

৭.  খেলাপি ঋণে বকেয়া সুদ ও জরিমানা ফ্রিজ করে রেখে চলতি মাসের সুদ ও সদস্যদের সামর্থ অনুসারে কিস্তি প্রদান করা যাবে।

সেবাকাল উপলক্ষে অন্যান্য সুবিধাসমূহ:

১.   সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে যে সকল সদস্য পিবিএস (পেনশন বেনিফিট স্কীম) হিসাব চালু করবেন তাদের প্রত্যেককে একটি মগ উপহার প্রদান করা হবে।

২.   সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে সর্বনিম্ন ৪ বার (বিভিন্ন দিনে) এটিএম সেবা গ্রহণকারী সদস্যদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৫ জন সদস্যকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

৩.  সেবা কাল-২০২১ চলাকালীন সময়ে যে কোন ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহণ করা হলে তার সুদ প্রচলিত সুদ থেকে .৫% কম হবে।

উল্লিখিত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,

পংকজ গিলবার্ট কস্তা

প্রেসিডেন্ট

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।